সফটওয়্যার হচ্ছে এক বিশেষ ধরনের প্রোগ্রামের সমষ্টি যা কম্পিউটার কে নির্দেশ দেয় যে কি করতে হবে। বর্তমান যুগের সফট্ওয়ারে ব্যবহার সর্বত্র। ব্যাবসা প্রতিষ্ঠান,দোকান পরিচালনার জন্য সফটওয়্যার, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস থেকে শুরু করে সর্বত্র সফটওয়্যারের ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে। আজকে আমরা e-manager সফটওয়্যার এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান জন্য সফটওয়্যার কেন জরুরী তা আলোচনা করব। এবং সফটওয়্যার কোথা থেকে পাওয়া যেতে পারে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সে সম্পর্কে আলোকপাত করা হবে।

আপনার ব্যবসা প্রতিষ্ঠানের আরো সহজে ম্যানেজমেন্ট করার জন্য আমাদের অ্যাপসটি খুবই কার্যকরী এক বা একাধিক ব্যবসাপ্রতিষ্ঠান আপনি খুব সহজেই পরিচালনা করতে পারবেন আমাদের সফটওয়্যার এর মাধ্যমে,

অ্যাপটিতে রয়েছে ব্যবহারের সহজ বাংলা ও ইংরেজি ট্রেনিং ভিডিও এবং টিউটোরিয়াল 🎯 যেসকল ব্যবসার জন্য প্রযোজ্য :


·       রেস্টুরেন্ট

·       স্টেশনারি

·       রিপেয়ার শপ

·       ফার্মেসি

·       ফুটওয়ার

·       ডিপার্টমেন্ট স্টোর

·       সেনেটারী ও হার্ডওয়ার

·       সেলুন ও বিউটি পার্লার

·       ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স

·       কম্পিউটার শপ

·       মোবাইল শপ ইত্যাদি

সুবিধাসমুহ

✅ নির্ভুল হিসাব, ব্যবসায় লাভ

আপনার হাতের মুঠোয় থাকবে প্রতিদিনের ক্রয়-বিক্রয়, আয়-ব্যয়, নগদ-বাকির স্মার্ট হিসাব খাতা।

✅ ঝামেলাবিহীন পন্যের মজুদ ও স্টক লিফটিং

লিফটিং এর সময় এক নজরে সব পণ্যের মজুদ, ক্রয়-বিক্রয় দাম পেয়ে যাবেন ।

✅ আমাদের অ্যাপসের মাধ্যমে একাধিক ব্যবসাপ্রতিষ্ঠান আপনি পরিচালনা করতে পারবেন খুব সহজে

✅ আমাদের অ্যাপস এর মাধ্যমে আপনার ক্রেতা ও কর্মীদেরকে অ্যাকাউন্ট তৈরি করে দিতে পারবেন। যাতে করে তারা নিজেরা অ্যাকাউন্ট লগইন করে নিজের সকল লেনদেন দেখতে পস(POS) সফটওয়্যার

বারকোড স্ক্যানের সাহায্যে পণ্য যুক্ত, খোজা ও দ্রুত বিক্রি ব্লুটুথ প্রিন্টারের রশিদ প্রিন্ট করবেন এক নিমেষে।

✅ ১০০% সুরক্ষার নিরাপত্তা

সব স্বয়ংক্রিয় হিসাব এবং আপনার তথ্য শুধুমাত্র আপনিই দেখতে পাবেন । এটি সম্পূর্ণ ফ্রিতে আপনি ব্যবহার করতে পারবেন।

Useful Tags :